নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ অন্যরা।
তাঁরা দ্রুত নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এসব দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।