হোম > সারা দেশ > নেত্রকোণা

সোনার মানুষের বড়ই অভাব: ইলিয়াস কাঞ্চন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। পঙ্গুত্ব বরণ করে বোঝা হচ্ছে পরিবারের। তার পরও সড়কে ফিরছে না শৃঙ্খলা। সচেতন হচ্ছে না মানুষ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সচেতনতার পাশাপাশি মানুষের আচরণের পরিবর্তন জরুরি। সোনার বাংলা গড়ে তুলতে দেশে সোনার মানুষের বড়ই অভাব। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০টি পরিবারের মধ্যে ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার বিকেলে বিরিশিরিতে এ অনুষ্ঠান হয়।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্ত্থা আরেংয়ের সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব লিটন আসাদ প্রমুখ। 

আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে