হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে দরজা ভেঙে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মহানগরীর সানকিপাড়া ও জেলার গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জামিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধরের ছেলে অমিত কুমার সূত্রধর (২৬)। অপরজন জেলার গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের মোজাম্মেল সরকারের ছেলে রাজু সরকার (২৮)।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শাহ কামাল আকন্দ বলেন, অমিত লেখাপড়ার সুবাদে সানকিপাড়া মাজার শরিফ এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। শুক্রবার রাত থেকে অমিতের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিল না তাঁর পরিবার। পরে বিষয়টি এক আত্মীয়কে জানায়। ওই আত্মীয় ছাত্রাবাসে এলে রুমের দরজা বন্ধ পান। এই সময় তিনি জানালা দিয়ে অমিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

এদিকে গফরগাঁও থানার পরিদর্শক ফারুক আহমেদ বলেন, নিহত রাজুর পরিবারে দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন শনিবার বিকেলে বাবা মোজাম্মেল সরকারের সঙ্গে রাজু সরকারের ঝগড়া হয়। এই ক্ষোভে সন্ধ্যার পর রাজু ঘরের দরজা-জানালা বন্ধ করে ছাদের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভেতর থেকে দরজা বন্ধ দেখে রাজুকে ডাকাডাকি করেন তাঁর বাবা। কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে রাজুকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক