ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় স্টিলের রামদা ও চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরহান মিয়া, নাঈম, সুমন, রাশেদুল। এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানায় একজন এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, 'গ্রেপ্তার সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।'