হোম > সারা দেশ > নেত্রকোণা

টিসিবির ১৮০ কেজি চাল বাড়িতে মজুত, বিএনপি নেতা আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতার বাড়িতে পাওয়া গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল। এসব পণ্য বেআইনিভাবে বাড়িতে মজুত করার অভিযোগে তাঁকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক ব্যক্তি হচ্ছেন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া। তিনি একই ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা। তাঁকে আটকের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশে কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে ন্যায্যমূল্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুত করে রেখেছিলেন আবুল হাসেম ভূঁইয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাল্লা গ্রামে আবুল হাসেমের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় বাড়িতে রাখা টিসিবির ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর তাঁকে আটক করা হয়। পরে আবুল হাসেম ভূঁইয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। 

ওসি মিজানুর রহমান বলেন, আবুল হাসেম ভূঁইয়া থানায় আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া। তিনি বলেন, ‘আটক হওয়ার বিষয় শুনেছি। তিনি দোষী হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা