হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুলিশের কোলে ৫ মাসের শিশু, ভোট দিলেন মা

ময়মনসিংহ প্রতিনিধি

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম মেশিনে দুই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে ভোট গ্রহণ। 

জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া কওমি মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন দনতা গ্রামের আবদুল মোতালেব স্ত্রী সাবিনা খাতুন। তাঁর কোলে ৫ মাসের শিশু সন্তান রাজু। সে বারবার কান্না করায় লাইনে অন্য ভোটাররা বিরক্ত হচ্ছিলেন। বিষয়টি পাশে দাঁড়িয়ে দেখছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মাইনুল রেজা। পরে তিনি ওই শিশুকে কোলে নিয়ে দাঁড়ালে ওই নারী ভোট দেন। পুলিশের এমন মানবিকতা দেখে ভোট দিতে আসা অন্য নারী-পুরুষেরা ওই পুলিশ সদস্যের প্রশংসা করেন। 

ভোট শেষে মা সাবিনা খাতুন বলেন, ‘পুলিশ মানুষকে কষ্ট দেয় এমনটা জানতাম। কিন্তু, আজ ভিন্ন এক রূপ দেখলাম। এতে আমার খুব ভালো লাগছে এবং পুলিশের প্রতি ধারণাটাও পাল্টে গেছে। তা ছাড়া একজন পুলিশের এসআইয়ের কোলে আমার শিশুটি থাকায় আমি নির্ভয়ে ভোট দিতে পেরেছি।’ 

দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মাইনুল রেজা বলেন, ‘বেশ কিছুক্ষণ ধরেই দেখছি রোদে লাইনে দাঁড়ানো মায়ের কোলে শিশুটি অস্বস্তি বোধ করছিল, শিশুটিও খুবই কান্নাকাটি করছিল। তা দেখেই ওই শিশুকে আমি কোলে নেই এবং ওই মহিলা ভোট দেন।’ অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জানমাল রক্ষা করাই আমার দায়িত্ব। সে দায়িত্ব আমি পালন করতে পেরে আমার খুব ভালো লাগছে।’ 

এসআই মাইনুল রেজা বর্তমানে ময়মনসিংহের গৌরীপুর থানায় কর্মরত আছেন।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা