ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান রুবেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও গোয়ারী আমনাটিপাড়া গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।
বিরুনীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) মেহেদী হাসান রুবেল নিজের মাছের খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। খবর পেয়ে পরিবারের লোকজন রুবেলকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।