হোম > সারা দেশ > ময়মনসিংহ

৬ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ব্রেক বিকল হওয়ার ৬ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ট্রেন যোগাযোগ সচল হয়। 

এর আগে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ব্রেক বিকল হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, রাত ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়। সোহাগী রেল-স্টেশনে গিয়ে ইঞ্জিনের ব্রেক বিকল হয়। এ ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবুর রশিদ বলেন, ইঞ্জিনের ব্রেক বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রেন ঠিক করে ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে। পরে ভোররাত ৪টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

স্থানীয় সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছলে ইঞ্জিনের ব্রেক চাপার সময় তিন নম্বর বগির ব্রেক খুলে ঝুলে যাওয়ায় রেল লাইনের আইবোল্ট উঠে যায়। এ ঘটনায় ৬ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। 

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন ছিল ৬ ঘণ্টা। সড়কে আটকা পড়েছিল পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে