হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় সরকারি রাস্তা কেটে পাইপ লাইন স্থাপন

প্রতিনিধি, ভালুকা, (ময়মনসিংহ)

কোন অনুমোদন ছাড়াই এলজিইডির একটি পাকা সড়কে ২০ ফুট গর্ত করে বসানো হচ্ছে কংক্রিটের তৈরি রিং কালভার্ট। ভালুকা উপজেলার গাদুমিয়া গ্রামের তাইপে বাংলা ফেব্রিকস নামের একটি শিল্পকারখানা অবৈধ ভাবে পাইপ লাইন বসাচ্ছে বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। 

দুই মাসের বেশি সময় ধরে পাইপলাইন বসানোর কাজ করলেও থানায় অভিযোগ দিয়েই দায় সেরেছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, এলজিইডির অনুমোদন নিয়েই তাঁরা পাইপ লাইন বসানোর কাজ করছেন। জেলা প্রশাসকের নির্দেশে ১৩ আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহের ভালুকায় এলজিইডির একটি পাকা সড়কের পাশে ও সড়কে বিশাল গর্ত করে বড় বড় কংক্রিটের তৈরি রিং কালভার্ট ফেলে রাখা হয়েছে। ওই পাইপলাইন দিয়েই `তাইপে বাংলা ফেব্রিকস' কারখানার বর্জ্য মিশ্রিত পানি লাউতির খালে গিয়ে পড়বে বলে জানা যায়। দুই মাস ধরে ভেকু দিয়ে গর্ত করায় ঝুঁকিতে হাজির বাজার-গাদুমিয়া সড়কসহ আশপাশের অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরাও। 

স্থানীয়দের দাবি অনেক চেষ্টা ও দাবির পর রাস্তাটি পাকা করা হয়েছে। সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তাটি কাটা হচ্ছে। দেড় মাস পার হলেও প্রশাসনের কাউকে রাস্তা কাটায় বাঁধা দিতে দেখা যায়নি। তবে ১৩ আগস্ট থেকে কাজ বন্ধ রয়েছে। 

ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, `সড়কে গর্ত করার ফলে আমার নবনির্মিত বহুতল ভবনটি ঝুঁকিতে পড়েছে। আমি বাঁধা দিলে ইউপি সদস্য আব্দুল হামিদ আমাকে হুমকি দেয়।' 

এ দিকে ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, `আমি কাউকে হুমকি দেয়নি। আমি মাটি কাটার ঠিকাদারি কাজ পেয়েছি মাত্র।' 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ভালুকা শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল বলেন, `অনিয়মতান্ত্রিকভাবে ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তাইপে বাংলা। ২০১৮ সালে পাইপ লাইন বসানোর কাজ করার জন্য দুই লাখ তিন হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন। তখন কাজও করেন তাঁরা। আমরা তাইপে বাংলার বিরুদ্ধে নই। তবে সরকারের কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট করার বিরুদ্ধে। সরকারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে বাপা আদালতে মামলা করবে।' 

ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহজাহান সেলিম বলেন, সম্পূর্ণ অবৈধভাবে তাইপে বাংলা কাজ করছে। আমরা স্থানীয় সাংবাদিকেরা তাইপে বাংলা কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে গিয়েছিলাম। তাঁরা আমাদের তথ্য দেয়নি। মানুষের দুর্ভোগ লাঘবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। 

মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম আকরাম হোসাইন বলেন, অনেক আগে পাইপ লাইন বসানোর জন্য অনুমতি নিয়েছিল। এখন সরকারি রাস্তা গর্ত করে লম্বা রিং কালভার্ট বসানোর কাজ করছে। অথচ পরিষদ থেকে কোন অনুমতি নেয়নি। 

তাইপে বাংলা ফেব্রিকস লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহাম্মেদ বলেন, `রাস্তার যে পরিমাণ ক্ষতি হয়েছে। ওই পরিমাণ সড়ক আমরা নিজ খরচে নির্মাণ করে দিবো।' 

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পাশাপাশি কাজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। 
 
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, রাস্তা কাটার বৈধ কোন কাগজপত্র নেই তাইপে বাংলা কর্তৃপক্ষের কাছে। এমনকি আমাদের উপজেলা পরিষদ থেকেও কোন অনুমোদন নেয়নি। অবৈধ ভাবে তাঁরা রাস্তা কেটে সরকারি সম্পদ নষ্ট করছে। এখন পর্যন্ত সরকারি কোষাগারে কোন টাকাও জমা দেননি তাঁরা। সরকারি কোষাগারে ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে তাইপে বাংলার কাজ করা উচিত। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ