হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজ স্কুলছাত্র মারুফ চলে গিয়েছিল বরিশাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রাইভেট পড়তে গিয়ে উধাও হওয়ার দুদিন পর বাসায় ফিরেছে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৪)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মারুফ ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে লঞ্চে করে বরিশাল চলে গিয়েছিল। এরপর একইভাবে সে শনিবার দুপুরে বাসায় ফিরেও এসেছে। পরে তার বাবা থানায় এসে সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করে নিয়েছেন।

মারুফের বাবা রুহুল আমিন বলেন, ‘মারুফ কীভাবে সেখানে গিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না। সে বলেছে, লঞ্চে গিয়ে তার হুঁশ হয়েছে যে, সে লঞ্চে আছে। বরিশাল যাওয়ার পর সেভাবেই আবার ঢাকায় ফিরেছে। তার কাছে টাকা না থাকায় সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত হেঁটে এসেছে বলেও আমাদের জানিয়েছে মারুফ। তারপর ত্রিশাল পর্যন্ত এসে আমাকে কল দেয়, এর আগে আমাকে নাকি কল করতেও মনে ছিল না তার। তারপর আমি তাকে বাসায় নিয়ে আসি।’

রুহুল আমিন আরও বলেন, ‘বাসায় আসার পরও একবার সে অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে, সে খানিকটা মানসিক সমস্যায় ভুগছে। তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব।’

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় মারুফ। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাৎক্ষণিক আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেন মারুফের বাবা রুহুল আমিন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে