হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজ স্কুলছাত্র মারুফ চলে গিয়েছিল বরিশাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রাইভেট পড়তে গিয়ে উধাও হওয়ার দুদিন পর বাসায় ফিরেছে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৪)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মারুফ ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে লঞ্চে করে বরিশাল চলে গিয়েছিল। এরপর একইভাবে সে শনিবার দুপুরে বাসায় ফিরেও এসেছে। পরে তার বাবা থানায় এসে সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করে নিয়েছেন।

মারুফের বাবা রুহুল আমিন বলেন, ‘মারুফ কীভাবে সেখানে গিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না। সে বলেছে, লঞ্চে গিয়ে তার হুঁশ হয়েছে যে, সে লঞ্চে আছে। বরিশাল যাওয়ার পর সেভাবেই আবার ঢাকায় ফিরেছে। তার কাছে টাকা না থাকায় সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত হেঁটে এসেছে বলেও আমাদের জানিয়েছে মারুফ। তারপর ত্রিশাল পর্যন্ত এসে আমাকে কল দেয়, এর আগে আমাকে নাকি কল করতেও মনে ছিল না তার। তারপর আমি তাকে বাসায় নিয়ে আসি।’

রুহুল আমিন আরও বলেন, ‘বাসায় আসার পরও একবার সে অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে, সে খানিকটা মানসিক সমস্যায় ভুগছে। তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব।’

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় মারুফ। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাৎক্ষণিক আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেন মারুফের বাবা রুহুল আমিন। 

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা