হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তাগাছায় ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে নিহত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শান্ত রহমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজ্জাত হোসেন শিমুল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট থেকে কিছুটা দূরে গরুর হাটে এ ঘটনা ঘটে।

শান্ত রহমানের বাড়ি শহরের মুজাটি কাউনডাঙ্গার চর এলাকায়। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির ছেলে সে। শহরের নবারুণ বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পরিবারের সদস্যরা জানান, কয়েক যুবক প্রতিমা বিসর্জনের পর তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত শান্তর সঙ্গে থাকা সাজ্জাত হোসেন শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন ও চাপাতি জব্দ করা হয়েছে। তবে দুর্গাপূজা বা বিসর্জনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩