হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভ্রাম্যমাণ আদালতকে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রলীগ নেতার জেল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় সোহেল রানা শাওন (৩২) নামের এক ছাত্রলীগ নেতার ১৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে শাওনকে থানা-পুলিশ জেলহাজতে পাঠায়। শাওন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নিশাত শারমিন। পরে বিকেলে হাসপাতালের দিকে যাওয়ার সময় পেছন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাওন ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এ সময় তাঁকে জিজ্ঞাস করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও নিশাত শারমিন বলেন, শাওন একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি বেশ কিছুদিন আগে তাঁর কাছে সমাজসেবা মন্ত্রণালয়ের সুবিধাভোগীদের কার্ড পাওয়া যায়। সে সময় মুচলেকা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি হাসপাতালে দালালি করে থাকেন। গতকাল বিকেলে হাসপাতালে যাওয়ার পথে তিনি দাঁড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এতে করে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়। পরে আদালত পরিচালনা করে তাঁকে অর্থদণ্ড ও জেল দেওয়া হয়।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার