হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভ্রাম্যমাণ আদালতকে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রলীগ নেতার জেল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় সোহেল রানা শাওন (৩২) নামের এক ছাত্রলীগ নেতার ১৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে শাওনকে থানা-পুলিশ জেলহাজতে পাঠায়। শাওন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নিশাত শারমিন। পরে বিকেলে হাসপাতালের দিকে যাওয়ার সময় পেছন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাওন ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এ সময় তাঁকে জিজ্ঞাস করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও নিশাত শারমিন বলেন, শাওন একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি বেশ কিছুদিন আগে তাঁর কাছে সমাজসেবা মন্ত্রণালয়ের সুবিধাভোগীদের কার্ড পাওয়া যায়। সে সময় মুচলেকা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি হাসপাতালে দালালি করে থাকেন। গতকাল বিকেলে হাসপাতালে যাওয়ার পথে তিনি দাঁড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এতে করে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়। পরে আদালত পরিচালনা করে তাঁকে অর্থদণ্ড ও জেল দেওয়া হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে