হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী (৩২) ও যুগ্ম সম্পাদক আলমগীর হোসাইন সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, গত ১৯ আগস্ট নেত্রকোনা মডেল থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যে মামলায় গ্রেপ্তারের কথা বলছে পুলিশ, ওই মামলায় তাঁরা দুজন আসামি নন। এ ছাড়া আগের সব মামলায় তাঁরা জামিনে রয়েছেন। বর্তমানে তাঁদের নামে নতুন কোনো মামলা বা ওয়ারেন্ট নেই।

রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, ওই দুজন রাজপথের সক্রিয় নেতা। তাঁদের গ্রেপ্তার করে সরকার মূলত চলমান আন্দোলনকে ব্যাহত করতে চাইছে। আগামী ১ অক্টোবর বিএনপির রোডমার্চ ব্যাহত করতেই সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব করে আন্দোলন প্রতিহত করা যাবে না। অবিলম্বে ওই দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে