ময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
আকরাম হোসেন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। গত শনিবার (১৯ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান আকরাম। এর পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। আজ শুক্রবার দুপুরে আকরামের বাড়ির পাশে সবজিখেতের চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।