ময়মনসিংহের ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের সামনের খাল থেকে অপ্রাপ্ত বয়স্ক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, পৌর শহরের ফুলবাড়িয়া মহিলা কলেজ গেটের সামনের খালে আজ সকালে স্থানীয়রা নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানা উপ-পুলিশ পরিদর্শক জ্যোতিষ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে স্থানীয়রা কাপড়ে মোড়ানো মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
জ্যোতিষ চন্দ্র দেব আরও বলেন, অপ্রাপ্ত বয়স্ক নবজাতকের মাথায় চুল, হাত-পা সবই আছে। নবজাতকের বয়স ৭ মাসের বেশি হবে। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গর্ভপাত করে নবজাতকটি ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।