হোম > সারা দেশ > ময়মনসিংহ

খড়ের গাদার পাশ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে খড়ের গাদার পাশে জাহাঙ্গীর আলম বাবুল (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থান পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে খড়ের গাদার পাশে বাবুলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাড়ি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুল প্রায়ই জুয়া খেলতেন। এতে তিনি কিছু জমিও বন্ধক রেখেছিলেন। এলাকাবাসী আরও জানান বাবুলের স্ত্রী মনোরা আক্তার ময়না সন্তানদের নিয়ে কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে যান। ফলে বাড়িতে একা ছিলেন বাবুল। 

নিহতের বোন জামাই আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি এসে দেখি তাঁর ঘরের ভেতর টিভি চলছিল। বাড়ির সামনেই মরদেহ পড়েছিল। আমাদের ধারণা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছেন। 

এদিকে বাবুলের স্ত্রী ময়না বলেন, আমার সব শেষ হয়ে গেল। ঘরে ২ লাখ ১০ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। আমার স্বামীকে হত্যা করে সেই টাকাও নিয়ে গেছে। 

এ ব্যাপারে জানতে চাইলে ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া বলেন, মরদেহ দেখে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে মাদকসেবী ও জুয়ারিরা জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি। 

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন