হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধীদের হামলা, আহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বাম নেতা–কর্মী আহত হয়েছেন। আজ বুধবার নগরীর গাঙ্গিনাপাড়ে এ ঘটনা ঘটে।

ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নগরীর মালগুদাম থেকে মিছিল বের করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। মিছিল গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল তাঁদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর তাঁদের সঙ্গে যুক্ত হয় ইসলামী ছাত্র আন্দোলনের একটা মিছিল। এরপর তাঁরা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতা–কর্মীদের ওপর হামলা চালান।

হামলায় আহত হন জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁই প্রমুখ। হামলার পরে বাম জোটের নেতা–কর্মীরা আবার মিছিল বের করেন।

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলা। ছবি: আজকের পত্রিকা

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ মহানগর কমিটির সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা ফ্যাসিবাদী সংস্কৃতির লক্ষণ। সারা দেশে খুন–ধর্ষণ–নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র–জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে ‘শাহবাগী’ ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে সাম্প্রদায়িক গোষ্ঠী। এর অংশ হিসেবে আজ বাম জোটের নেতা–কর্মীদের ওপর এই ন্যক্কারজনক হামলা করল।

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলা। ছবি: আজকের পত্রিকা

অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ‘শাহবাগী ইস্যুতে আমাদের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে গাঙ্গিনাপাড় গেলে বাম জোটের নেতা–কর্মীরা কটূক্তি করতে থাকে। পরে আমরা তাদের ধাওয়া করি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বাম গণতান্ত্রিক জোট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ