হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে ১০ টন ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার সংরক্ষণ ও বিপণন করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। অভিযানে প্রায় ১০ টন নকল সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জারা এগ্রো লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল জিপসাম, বোরণ, জিংক সার সংরক্ষণ ও বিপণন করায় ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রায় ১০ টন নকল জিপসাম সারসহ অন্যান্য জিংক, বোরন সার জব্দ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন।

এসব তথ্য নিশ্চিত করে ইউএনও ইলিশায় রিছিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার