হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বক্স কালভার্ট ভেঙে ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার বক্স কালভার্ট ভেঙে পাঁচ গ্রামের মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। রাস্তাটি আচারগাও জামতলা বাজার হয়ে সিংরইল ইউনিয়নের ভোরাঘাট ভায়া কিশোরগঞ্জ জেলা সদরকে মিলিত করেছে। এটি পাঁচটি গ্রামের মানুষজনের কিশোরগঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। 

জানা যায়, ভোরঘাট এলাকার ব্রিজটি অনেক পুরোনো থাকায় ঝুঁকিপূর্ণ ছিল। বেশ কয়েক দিন আগে একটি পাথর বোঝাই ট্রাক যেতে চাইলে বক্স কালভার্টটির মাঝখানে ভেঙে যায়। দুই টুকরো হয়ে ভেঙে কালভার্টের মাঝখানে অংশ মাটিতে লেগে গেছে। এতে করে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই এলাকার জনসাধারণের নিত্যদিনের খাদ্য দ্রব্য, জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্য সেবার জন্য নেওয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। শুধু সাধারণ মানুষ আর কৃষকেরা নয়, এতে বেকায়দায় পড়েছে শিক্ষার্থীরাও। যানবাহন চলাচল না করায় পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে তাদের। 

কৃষক আব্দুল ছাত্তার বলেন, কালভার্টটি ভেঙে যাওয়াতে আমাদের চলাচলের খুব কষ্ট হচ্ছে। শুকনো মৌসুম থাকায় পাশের ধান খেত দিয়ে চলাচল করতেছি। এলাকার চেয়ারম্যান, মেম্বররা নির্বাচন নিয়ে আছে রাস্তা দেহার সময় নাই। 

স্থানীয় মাসুদ রানা নামে এক ব্যক্তি বলেন, গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ও কালভার্ট ভেঙে যাচ্ছে। কালভার্টটি পুরোনো ছিল ভারী পাথর বোঝাই ট্রাক গিয়ে ভেঙে গেছে। এখন আমাদের চলাচল কষ্টকর হয়ে গেছে। কালভার্টটি নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আল-আমিন সরকার বলেন, কালভার্ট ভেঙে যাওয়ার খবর পেয়েছি। বাজেট তৈরি করা হচ্ছে, দু'একদিনের মধ্যে পাঠিয়ে দেব। আশা করছি খুব দ্রুত অনুমোদন হলে কালভার্টটি নির্মাণ করতে পারব। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ