হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বক্স কালভার্ট ভেঙে ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে সিংরইল ইউনিয়নের ভোরাঘাট এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার বক্স কালভার্ট ভেঙে পাঁচ গ্রামের মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। রাস্তাটি আচারগাও জামতলা বাজার হয়ে সিংরইল ইউনিয়নের ভোরাঘাট ভায়া কিশোরগঞ্জ জেলা সদরকে মিলিত করেছে। এটি পাঁচটি গ্রামের মানুষজনের কিশোরগঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। 

জানা যায়, ভোরঘাট এলাকার ব্রিজটি অনেক পুরোনো থাকায় ঝুঁকিপূর্ণ ছিল। বেশ কয়েক দিন আগে একটি পাথর বোঝাই ট্রাক যেতে চাইলে বক্স কালভার্টটির মাঝখানে ভেঙে যায়। দুই টুকরো হয়ে ভেঙে কালভার্টের মাঝখানে অংশ মাটিতে লেগে গেছে। এতে করে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই এলাকার জনসাধারণের নিত্যদিনের খাদ্য দ্রব্য, জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্য সেবার জন্য নেওয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। শুধু সাধারণ মানুষ আর কৃষকেরা নয়, এতে বেকায়দায় পড়েছে শিক্ষার্থীরাও। যানবাহন চলাচল না করায় পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে তাদের। 

কৃষক আব্দুল ছাত্তার বলেন, কালভার্টটি ভেঙে যাওয়াতে আমাদের চলাচলের খুব কষ্ট হচ্ছে। শুকনো মৌসুম থাকায় পাশের ধান খেত দিয়ে চলাচল করতেছি। এলাকার চেয়ারম্যান, মেম্বররা নির্বাচন নিয়ে আছে রাস্তা দেহার সময় নাই। 

স্থানীয় মাসুদ রানা নামে এক ব্যক্তি বলেন, গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ও কালভার্ট ভেঙে যাচ্ছে। কালভার্টটি পুরোনো ছিল ভারী পাথর বোঝাই ট্রাক গিয়ে ভেঙে গেছে। এখন আমাদের চলাচল কষ্টকর হয়ে গেছে। কালভার্টটি নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আল-আমিন সরকার বলেন, কালভার্ট ভেঙে যাওয়ার খবর পেয়েছি। বাজেট তৈরি করা হচ্ছে, দু'একদিনের মধ্যে পাঠিয়ে দেব। আশা করছি খুব দ্রুত অনুমোদন হলে কালভার্টটি নির্মাণ করতে পারব। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে