হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সিটির রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়ম, প্রমাণ পেল দুদক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনে আজ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের কর্মকর্তারা আজ রোববার সরেজমিনে তদন্ত করে সত্যতা পান।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন জানান, উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে বলে গত বছরের ২১ মার্চ আলী আহাম্মদ নামের এক ব্যক্তি দুদক ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের আমলাপাড়া, ব্রাহ্মপল্লী ও বাঘমারা ড্রেন ও সড়ক নির্মাণ প্রকল্পের ২ কোটি ৭৮ লাখ টাকার কাজের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

দুদকের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে থাকা ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ফিতা টেনে রাস্তা পরিমাপ করে কমবেশি পাওয়া গেছে। সবার সম্মিলিত স্বাক্ষরে প্রতিবেদন দেওয়া হবে।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আজহারুল হক বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান চালিয়ে সেখানে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পায়নি। ক্ষোভের বশত কেউ অভিযোগ করেছে, এটি সিটি করপোরেশনের সম্মানহানি ছাড়া কিছুই নয়।’

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা বলেন, ‘দুদক অভিযান চালাবে ভালো কথা; কিন্তু অবগত না করে হুটহাট আসা ঠিক হয়নি। আমাদের কোনো কাজে তারা কখনো অনিয়ম খুঁজে পাবে না। স্বচ্ছতার মধ্য থেকে কাজ করার চেষ্টা করি।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ