হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে বড় ভাইয়ের দায়ের আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বড় ভাই মো. রশিদ মিয়ার (৬২) দায়ের কোপের আঘাতে ছোট ভাই মো. দুলাল মিয়া (৫৫) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার আঘাত পেয়ে হাসপালাতে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির বৃষ্টির পানি নামানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় বড় ভাই দা দিয়ে ছোট ভাই ও তাঁর স্ত্রীকে আঘাত করেন। তাতে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুলালের মৃত্যু হয়।

স্থানীয় ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলে বড় ভাই রশিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে