হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধর্ম প্রতিমন্ত্রীর আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ. লীগের ৩ নেতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী হলেন—জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন এবং ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল। 

এ ছাড়া এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। নির্বাচন ঘিরে তাঁরাও সরব রয়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে ১২ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। এর মধ্যে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল। 

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া বলেন, ‘দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ করে আসলেও বারবার মনোনয়ন বঞ্চিত হয়ে আসছি। এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরম সংগ্রহ করেছি।’ 

জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের জন্য আমাকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ছিল আমাকে মনোনয়ন দেওয়ার, কিন্তু তা হয়নি। এখন বাধ্য হয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।’ 

ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে অংশ নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি।’ 

এ দিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছি। আশা রাখি, সফল হতে পারব।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে