হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষা সফর শেষে বাড়ি ফেরা হলো না শিশু রাফিনের

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে গোসল করতে নেমে রাফিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আচকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার কোতোয়ালি থানা-পুলিশ লাইন এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ময়মনসিংহের সৃজনী বিদ্যাপীঠ শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ৫৮ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে হালুয়াঘাটের গারো অধ্যুষিত পাহাড়ি এলাকায় শিক্ষা সফরে যায় কর্তৃপক্ষ। সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলের দিকে উপজেলার আচকিপাড়া পাদু মোড়লের বাড়িতে অবস্থান করে। 

এ সময় বাড়ির পাশে জনৈক মারকেজের বাড়ির পুকুরে শিশু শিক্ষার্থীরা গোসলে নামে। গোসল শেষে সবাই যার যার মতো ওঠে যায়। সন্ধ্যার পর নাশতা করার সময় রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে খুঁজতে শুরু করেন সহপাঠীরা। 

পরে রাত সাড়ে ১১টার দিকে মারকুজের পুকুরে ডুবন্ত অবস্থায় রাফিনের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা