হোম > সারা দেশ > নেত্রকোণা

নদী থেকে পলিথিন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী মঙ্গলেশ্বরী থেকে পলিথিন তুলতে গিয়ে মো. চাঁন মিয়া (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৭টায় উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠকখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে। বেলা দেড়টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজ মো. চাঁন মিয়া খারনৈ ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, কৃষক চাঁন মিয়া খেতে ধানের চারা রোপণের জন্য বৃষ্টির মধ্যে তাঁর দুই সহকর্মীর সঙ্গে বাড়ি থেকে বের হন। পরে বৈঠকখালী গ্রামে মঙ্গলেশ্বরী নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় থাকা একটি পলিথিন নদীতে পড়ে যায়। ওই পলিথিন তুলতে নদীতে নামেন তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। 

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারের কাজ করছেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কৃষকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো সন্ধান মেলেনি।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার