হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে অপহরণের ৯ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অপহরণের ৯ দিন পর ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে ত্রিশাল থানার পুলিশ। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টায় গাজীপুর থেকে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম শামীম মিয়া। সে পাটুলী গ্রামের আবুল বাশারের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, মেয়েটি ত্রিশাল উপজেলার পাটুলী গ্রামের এম এ খালেক মহিলা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়া–আসার পথে পাটুলী গ্রামের আবুল বাশারের ছেলে শামীম মিয়া মেয়েটিকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। ৩ জুন বিকাল ৫টার দিকে অভিযুক্ত শামীম মিয়া ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এদিকে ভুক্তভোগীর বাবা মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে প্রযুক্তির সহায়তায় ত্রিশাল থানার পুলিশ অভিযুক্ত শামীমের অবস্থান সম্পর্কে জানতে পারে। পরে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, `আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পেরে রোববার মধ্যরাতে অপহৃত ওই শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র