ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মো. রিফাত (৫) নামে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রিফাত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম গ্রামের শরিফ মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা রাজগাতি ইউনিয়নের বড়াইল গ্রামে রিফাতের নানার বাড়ি। আজ সকাল ১০টার দিকে রিফাত নানার বাড়ি থেকে বড় ভাইয়ের চিকিৎসা জন্য মায়ের সঙ্গে ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় অটোরিকশায় করে নান্দাইল-তাড়াইল সড়কের পূর্ব দরিল্লা বাজারে পৌঁছালে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিফাত মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে মারা যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ট্রলি ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুটি মারা গেছে। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রলি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন।