হোম > সারা দেশ > ময়মনসিংহ

২ শিক্ষকের বিরুদ্ধে পরস্পরকে লাঞ্ছিত করার অভিযোগ 

গৌরীপুর প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় একে অপরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসকক্ষে একে অপরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার এঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী শিক্ষক শারমিন সুলতানা। 

অভিযোগে জানা গেছে, ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শারমিন সুলতানা বর্তমানে ময়মনসিংহে পিটিআই প্রশিক্ষণে আছেন। ছুটিতে বাড়িতে এসে ২৮ অক্টোবর তিনি সহকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিদ্যালয়ে যান। এ সময় সহকারী শিক্ষক শাহনাজ পারভীন আরেক শিক্ষক রুনা আক্তার ও বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী জুয়েল মিয়ার সামনে তুচ্ছ ঘটনায় শারমিন সুলতানাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

সহকারী শিক্ষক রুনা আক্তার ও বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

অভিযোগের বিষয়ে শাহনাজ পারভীন বলেন, আমাকে আগে মারছে পরে আমি শারমিন সুলতানাকে মেরেছি। 

গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, লিখিত অভিযোগ তিনি হাতে পাননি। বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শাহনাজ পারভীন ও শারমিন সুলতানা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে লাঞ্ছনা করার ঘটনাটি মৌখিকভাবে জানার পর সহকারী শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী জান্নাতকে বিষয়টি খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩