হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিক গুরুতর আহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তারা হলেন দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ।

জানা গেছে, অগ্নিবীণা হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে আহত হন একাধিক শিক্ষার্থী। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একটি অংশের হামলার শিকার হন সাংবাদিকেরা।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী লুবন মোখলেসের নেতৃত্বে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুহিন (পূর্বে বহিষ্কৃত) ও রায়হান, চারুকলার ২০১৭-১৮ সেশনের শাহরিয়ার এবং চারুকলার ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৌমিক জাহানসহ অন্তত ১৫ থেকে ২০ জন লাঠিসোটা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে উপর্যুপরি কিল ঘুষি, লাথি, সংঘবদ্ধ হামলা চালায়। আহত দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর আহত সাংবাদিকদেরকে মেডিকেল সেন্টারে দেখতে এসে বলেন, ‘যারা হামলা করেছে, তারা যে-ই হোক না কেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সহযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত সাংবাদিকেরা তাদের জীবনের নিরাপত্তাসহ দ্রুত অপরাধীদের রুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র