হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিকমালিকদের স্মারকলিপি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে জেলা প্রশাসকের কাছে ক্লিনিক মালিকদের স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চাঁদাবাজি বন্ধ ও চাঁদা দাবি করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এই স্মারকলিপি দেন।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বিস্তারিত শুনে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, ‘আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।’

এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে চাঁদাবাজির দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের দাবিতে আগামীকাল মঙ্গলবার মানববন্ধন ও পরবর্তী সময়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, চাঁদা দাবি করে গত শনিবার নগরীর বাঘ মারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।

এ ঘটনার পর জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে স্বদেশ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা চাঁদাবাজদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০