হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ যুবক গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ জীবন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া জীবন মিয়া নগরীর কাঠগোলা এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ আজকের পত্রিকাকে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর থেকে চোরাই গরু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসার খবর পাই। নগরীর কাঁচিঝুলি এলাকায় ওই ট্রাক থামানোর জন্য পুলিশ সংকেত দিলে চোর চক্রের অন্তত সাত-আটজন সদস্য পালিয়ে যায়। এ সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি গরু উদ্ধার এবং জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

ওসি শাহ্ কামাল আকন্দ আরও বলেন, গ্রেপ্তার হওয়া জীবন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা গরু নিজের কাছে রাখা ও বিক্রির কথা স্বীকার করেছেন। জব্দ হওয়া ১০টি গরু জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরির পর ট্রাকে করে নেত্রকোনায় পাঠানো হচ্ছিল। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার জীবনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার