হোম > সারা দেশ > শেরপুর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লরি জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান চালায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোগাই নদীর পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন অভিযোগে গতকাল রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়। একই সঙ্গে বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমাণ আদালত ১৩টি ড্রেজার ধ্বংস, ছয়টি লরি জব্দ, ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার