হোম > সারা দেশ > শেরপুর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লরি জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান চালায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোগাই নদীর পৌরসভার গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। এমন অভিযোগে গতকাল রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়। একই সঙ্গে বালু পরিবহনের দায়ে ছয়টি লরি জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমাণ আদালত ১৩টি ড্রেজার ধ্বংস, ছয়টি লরি জব্দ, ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা