হোম > সারা দেশ > ময়মনসিংহ

এলাকায় দাপট দেখাতে কৃষককে গুলি করে হত্যা: পুলিশ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নগরীর চর কালিবাড়ীতে কৃষক আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।

আজ শুক্রবার বাদ জুমা কোতোয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ মে রাতে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দুই পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী।

এ সময় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮–১০ জন উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি পুলিশ। পরে তাঁর তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। 

এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে কৃষক আলতাফ আলী হত্যার বিচারের দাবি ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয়দের আয়োজনে চর কালীবাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে