ময়মনসিংহের ভালুকায় খীরু নদী থেকে ভাসমান এক অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শেফার্ড মিলের পূর্ব পাশে খীরু নদী থেকে আজ সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাঁঠালী বাগরাপাড়া শেফার্ড ডায়িং কারখানার পূর্ব পাশে খীরু নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীরা। পরে ভালুকা মডেল থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ নদী থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত নারীর গায়ে প্রিন্টের ম্যাক্সি ও হলুদ রঙের সালোয়ার ছিল।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, অজ্ঞাত ওই নারীকে ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোনো এক স্থান থেকে নদীর পানিতে ফেলে দেয়। পরে পানির স্রোতে মরদেহটি নদীর ওই স্থানে গিয়ে ভেসে উঠে।