হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আনোয়ারুল আবেদীন খান তুহিন ও ওয়াহিদা হোসেন রুপা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের কন্যা ওয়াহিদা হোসেন রুপা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের ১৩৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

এ ছাড়া অভিযোগে আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা নাহিদুল ইসলাম আকন্দ। তিনি ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৯-এ অভিযোগটি দাখিল করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনকে মামলাটি থানায় হয়েছে কি না, তা যাচাই করে আগামী ২ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২ আগস্ট ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী’ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সে সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, ওয়াহিদা হোসেন রুপা পিস্তল, আনোয়ারুল আবেদীন খান তুহিন শর্টগান এবং অন্য অভিযুক্ত ব্যক্তিরা দা, লোহার রড, ইটপাটকেল ও হাতবোমা নিয়ে হামলা করেন। এতে ৩০–৩২ জন শিক্ষার্থী আহত হন এবং আশপাশের চার-পাঁচটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগে নাম উল্লেখ থাকা অন্যদের মধ্যে রয়েছেন: সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার তামান্না, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া, তাসলিমা আক্তার শিউলী, ছাত্রলীগ, যুবলীগ, পৌর ছাত্রলীগের একাধিক নেতাকর্মী, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের প্রভাষক মাহদিউল আলম সোহাগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উজ্জ্বল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত থেকে একটি অনুলিপি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী তদন্ত করে ২ জুলাইয়ের আগেই প্রতিবেদন দাখিল করা হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে