হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ি থেকে পপি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পপির স্বামী সাদ্দাম হোসেন পলাতক।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর সাদ্দাম হোসেন জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়লে সংসারে কলহ দেখা দেয়। এরপর আজ বুধবার ভোরে খালি বাড়িতে খাটের ওপর গৃহবধূ পপি আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় কালো দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী সাদ্দাম হোসেন শ্বাসরোধে পপিকে হত্যা করে পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশের সুরতহাল করা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদি জানান, নিহত গৃহবধূ পপির গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ ছিল। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার