হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ি থেকে পপি আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পপির স্বামী সাদ্দাম হোসেন পলাতক।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর সাদ্দাম হোসেন জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়লে সংসারে কলহ দেখা দেয়। এরপর আজ বুধবার ভোরে খালি বাড়িতে খাটের ওপর গৃহবধূ পপি আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় কালো দাগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী সাদ্দাম হোসেন শ্বাসরোধে পপিকে হত্যা করে পালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশের সুরতহাল করা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদি জানান, নিহত গৃহবধূ পপির গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ ছিল। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে