হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মো. জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুজন সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

স্থানীয় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেসমিন নাহার রানী পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক ইউপি সদস্য শাহজাহান খান বলেন, সোয়াইল উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে বনকুয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনায়েদ সরকার, প্রবাসী রূপচান সরকারের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার ও তার ছোট বোন তামান্না আক্তার (৮) গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আম কুড়াতে যায়। পরে তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরী খালসংলগ্ন সদ্য খনন করা একটি খাদে সাঁতার কাটতে নামে। কিন্তু তীর থেকে পানি নিচে থাকায় খাদ থেকে তারা উঠতে পারছিল না। তখন দুই ভাইবোন মিলে তামান্নাকে তীরে তুলে বাড়িতে খবর দিতে পাঠায়। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন