হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে তিন সহোদরকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন সহোদরকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার রাতে আহত মো. তৌহিদ ইসলামের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বাশার আহম্মেদ। মামলার আসামিরা হলেন মো. তরিকুল ইসলাম জোসনা (৫০) তাঁর ছেলে মো. সিয়াম (১৮), মো. ফরিদ মণ্ডল (৬০) এবং তাঁর ছেলে মো. রাশেদ (২২), মো. রাজিবুল (৩০)। 

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তৌহিদের সঙ্গে তাঁর ভাই আসামি জোসনার জমি নিয়ে বিরোধ ছিল। গত রোববার সকালে তৌহিদ কর্মস্থল বালিজুড়ীর দিকে যাওয়ার সময় অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। পরে তৌহিদের অপর দুই ভাই পারুল ও বকুলের বাড়িতে গিয়ে তাঁদের ওপরও হামলা করেন অভিযুক্তরা। হামলায় তিন ভাইকেই জখম ও পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে আশপাশের লোকজনরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

বর্তমানে তৌহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও তাঁর দুই ভাই পারুল ও বকুল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘গতকাল রাতে আহত মো. তৌহিদের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা পলাতক রয়েছে তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা