হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী নিহত, আহত ১৫ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী হাছান রাজা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আজ সোমবার বিকেলের দিকে ফুলপুর-শেরপুর মহাসড়কের মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছান রাজা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নামছিটপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, বিকেলের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি মোকামিয়া নামক স্থানে যেতেই সামনে থেকে আসা দুটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস উল্টে চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হয় আরও অন্তত ১৫ জন।

ওসি আব্দুল্লাহ আরও বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার