হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে এক স্বেচ্ছাসেবী যুবকের অকালমৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোহেল রাইয়ান (২৫) নামের এক স্বেচ্ছাসেবী যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাসে নান্দাইল আসার পথে ত্রিশাল এলাকায় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। 

সোহেল রাইয়ান নান্দাইল পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে রাইয়ান ছিলেন সবার বড়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্থানীয় একটি গ্রুপের মডারেটর। এর মাধ্যমে তিনি স্থানীয় অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন। তাঁর অকালমৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। 

রাইয়ানের চাচাতো ভাই জাকিরুল ইসলাম সাকিল বলেন, ‘রাইয়ান মানুষের সেবায় কাজ করে গেছে। এই শীতে অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সে আর নেই। তার ইচ্ছা পূরণের আগেই মৃত্যু হয়েছে। তার অকালমৃত্যু সত্যিই মেনে নেওয়ার মতো না।’ 

আজ বিকেল ৪টা ৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে