হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে এক স্বেচ্ছাসেবী যুবকের অকালমৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোহেল রাইয়ান (২৫) নামের এক স্বেচ্ছাসেবী যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাসে নান্দাইল আসার পথে ত্রিশাল এলাকায় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। 

সোহেল রাইয়ান নান্দাইল পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে রাইয়ান ছিলেন সবার বড়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্থানীয় একটি গ্রুপের মডারেটর। এর মাধ্যমে তিনি স্থানীয় অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন। তাঁর অকালমৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। 

রাইয়ানের চাচাতো ভাই জাকিরুল ইসলাম সাকিল বলেন, ‘রাইয়ান মানুষের সেবায় কাজ করে গেছে। এই শীতে অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সে আর নেই। তার ইচ্ছা পূরণের আগেই মৃত্যু হয়েছে। তার অকালমৃত্যু সত্যিই মেনে নেওয়ার মতো না।’ 

আজ বিকেল ৪টা ৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন