হোম > সারা দেশ > ময়মনসিংহ

কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনে কাটা পড়ে ২২ ভেড়ার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ভেড়াগুলো। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের অধীনে থাকা ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালসংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান।

জানা গেছে, গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এই উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য রেললাইনের পাশে নিয়ে যায়। হঠাৎ ভেড়াগুলো রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় দ্রুতগামী ট্রেনের নিচে একসঙ্গে ২২টি ভেড়া কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই এগুলো মরে যায়।

অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমান বলেন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা ও প্রজনন প্রকল্পের জন্য ব্যবহৃত ভেড়াগুলো মাঠে চারণের সময় রেললাইনের পাশে চলে যায়। ঠিক সে সময় একটি ট্রেন চলে এলে ভেড়াগুলো কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘ঘটনাটি সত্যিই দুঃখজনক। গরু, ছাগল ও ভেড়া চরানোর সময় আরও সতর্ক হতে হবে।’

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার