হোম > সারা দেশ > নেত্রকোণা

১০ দিন আগে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ সেতুর নিচে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর মোমেন মিয়া (৪০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোমেন মিয়া সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বায়রাউড়া গ্রামের মোমেন মিয়া ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা