হোম > সারা দেশ > নেত্রকোণা

পুলিশ দেখে নেত্রকোনায় ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

পুলিশের আটকের ভয়ে নেত্রকোনার কেন্দুয়ায় ট্রলারে জুয়ার আসর থেকে হাওরে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তবে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কৈজানী হাওরে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম আবদুল হালিম (৩৫), তিনি উপজেলার ডাউকি গ্রামের আবদুল হামিদের ছেলে। 

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ হালিমের খোঁজের চেষ্টা অব্যাহত আছে।’ 

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই এলাকায় কৈজানি হাওরে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) জুয়ার আসরের খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশ কয়েকজন জুয়াড়িকে আটকও করে। 

এক পর্যায় আটকের ভয়ে আবদুল হালিমসহ কয়েকজন ট্রলার থেকে হাওরে ঝাঁপ দেন। তবে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিমের কোনো খোঁজ মিলছে না। 

খবর পেয়ে হালিমের খোঁজে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলেও তাঁর কোনো সন্ধান পাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মী ও ময়মনসিংহ থেকে আসা একটি ডুবুরি দল নিখোঁজ হালিমকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। 

নিখোঁজ হালিমের চাচা আজিজুল হক জানান, এলাকার আরও কয়েকজনের সঙ্গে হালিমও ওই ট্রলারে ছিল। তখন হালিমসহ তারাও নৌকা থেকে ঝাঁপ দেয়। তবে স্থানীয়দের সহায়তায় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘটনার পর থেকে হালিম নিখোঁজ রয়েছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে