হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে নির্মাণাধীন ঘরে ঝুলছিল যুবকের লাশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে এমদাদ মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পৌরশহরের টেংগাপাড়া এলাকার নিজেদের নির্মাণাধীন ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এমদাদ ওই এলাকার খালেক মিয়ার ছেলে।

এমদাদের মামা জানু মিয়া বলেন, ঢাকায় প্লাম্বারের কাজ করতেন এমদাদ। এক সপ্তাহ আগে বড় ভাইয়ের বিয়েতে বাড়ি আসেন। বাড়িতে টিন শেড ভবন করা হচ্ছে। তাই একটি চালা ঘরে পরিবারের লোকজন বসবাস করত। রাতে বোনের সঙ্গেই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে জেগে এমদাদকে খুঁজে না পেয়ে তাঁর মোবাইলে ফোন দেয় বোন। রিসিভ না করায় আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে তাঁদের নির্মাণাধীন ঘরে এমদাদের মোবাইলে রিংটোন বাজতে থাকে। কিন্তু কেউ রিসিভ করেনি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও অন্য দিক দিয়ে খুলে ভেতরে ঢুকে এমদাদকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

জানু মিয়া আরও বলেন, ‘কারও সঙ্গে এমদাদের কোনো শত্রুতা ছিল না। তিনি নিয়মিত নামাজ আদায় করত। কেন এমন করল বুঝতে পারছি না। ছোটবেলা থেকে এমদাদের একটি পা পোলিও রোগে আক্রান্ত হয়ে চিকন হয়ে গিয়েছিল। একটু পা টেনে হাঁটত সে।’

এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার