হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিকেএসপিতে সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ফুটবলে ভর্তির সুযোগ পেয়েছে মাসুদুর রহমান আজম। দেশে সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন তার। কিন্তু তার সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যাচ্ছে। সে অর্থাভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছে না। 

মাসুদুর রহমান আজম জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ঢালির ভিড়া গ্রামের মো. রসুন শেখের ছেলে। তার বাবা বাজারে পান বিক্রি করেন। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাই ইলেকট্রিশিয়ান ও রাজমিস্ত্রির কাজ করেন। পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে অনিশ্চয়তায় মাঝে দিন কাটছে তার। 

জানা যায়, আজম রায়েরা ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বিকেএসপি ফুটবলে ভর্তি পরীক্ষায় জামালপুর জেলা থেকে ভর্তির সুযোগ পেয়েছে। ছোট থেকেই ফুটবল খেলা তার নেশা ছিল। বিভিন্ন স্কুল টুর্নামেন্টে খেলেছে আজম। 

এ বিষয়ে আজম বলে, ‘বড় হয়ে একজন ভালো ফুটবলার হওয়া আমার ইচ্ছা। ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারব কি না, তা এখনো অনিশ্চিত। আমার পরিবার থেকে অর্থ না দেওয়ায় মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমার এক শিক্ষক বিকেএসপিতে ভর্তি পরীক্ষার ও যাতায়াতের সম্পূর্ণ অর্থ দিয়েছিলেন। আগামী ১৮ তারিখে ভর্তি হওয়ার শেষ সময়।’ 

আজমের বাবা রসুন শেখ বলেন, ‘আমার ছেলের ছোটবেলা থেকে পড়াশোনা ও ফুটবল খেলার প্রতি খুব ঝোঁক। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। ছোট থেকেই ফুটবল খেলা তার বড় নেশা ছিল। বিকেএসপিতে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। কিন্তু তাকে ভর্তি করানোর মতো আমার কাছে অর্থ নেই। ঠিকমতো সংসার খরচ চালাতে পারছি না, ভর্তি করাব কীভাবে?’ 

আজমের বাবা আরও বলেন, ‘কেউ আমার ছেলেটির পাশে এগিয়ে এলে সে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পেত।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা