হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিকেএসপিতে সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ফুটবলে ভর্তির সুযোগ পেয়েছে মাসুদুর রহমান আজম। দেশে সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন তার। কিন্তু তার সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যাচ্ছে। সে অর্থাভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছে না। 

মাসুদুর রহমান আজম জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ঢালির ভিড়া গ্রামের মো. রসুন শেখের ছেলে। তার বাবা বাজারে পান বিক্রি করেন। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাই ইলেকট্রিশিয়ান ও রাজমিস্ত্রির কাজ করেন। পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে অনিশ্চয়তায় মাঝে দিন কাটছে তার। 

জানা যায়, আজম রায়েরা ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বিকেএসপি ফুটবলে ভর্তি পরীক্ষায় জামালপুর জেলা থেকে ভর্তির সুযোগ পেয়েছে। ছোট থেকেই ফুটবল খেলা তার নেশা ছিল। বিভিন্ন স্কুল টুর্নামেন্টে খেলেছে আজম। 

এ বিষয়ে আজম বলে, ‘বড় হয়ে একজন ভালো ফুটবলার হওয়া আমার ইচ্ছা। ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারব কি না, তা এখনো অনিশ্চিত। আমার পরিবার থেকে অর্থ না দেওয়ায় মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমার এক শিক্ষক বিকেএসপিতে ভর্তি পরীক্ষার ও যাতায়াতের সম্পূর্ণ অর্থ দিয়েছিলেন। আগামী ১৮ তারিখে ভর্তি হওয়ার শেষ সময়।’ 

আজমের বাবা রসুন শেখ বলেন, ‘আমার ছেলের ছোটবেলা থেকে পড়াশোনা ও ফুটবল খেলার প্রতি খুব ঝোঁক। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। ছোট থেকেই ফুটবল খেলা তার বড় নেশা ছিল। বিকেএসপিতে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। কিন্তু তাকে ভর্তি করানোর মতো আমার কাছে অর্থ নেই। ঠিকমতো সংসার খরচ চালাতে পারছি না, ভর্তি করাব কীভাবে?’ 

আজমের বাবা আরও বলেন, ‘কেউ আমার ছেলেটির পাশে এগিয়ে এলে সে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পেত।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ