হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার কালার মাস্টার (এসকিউ) কারখানা শ্রমিকেরা ছুটির দাবিতে আন্দোলন করেছে। গতকাল রোববার বিকেলে প্রায় তিন ঘণ্টাব্যাপী তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মডেল থানা ও শিল্প পুলিশ ধাওয়া, লাঠিপেটাসহ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, তারা প্রায় ১৭ হাজারের বেশি শ্রমিক এই কারখানায় কর্মরত আছেন। বেশ কিছুদিন ধরে তারা ১০ দিনের ছুটির জন্য আবেদন করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়টি আমলে নেননি। রোববার সকালে এই ব্যাপারে মিল কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলে জানতে পারেন ছুটির ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে তারা মহাসড়ক অবরোধ করেন। 

শ্রমিকেরা আরও বলেন, পুলিশ তাদের লাঠিপেটা করেছে এবং তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে তাদের বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। অবরোধের কারণে ভালুকার সীমান্তবর্তী মাস্টারবাড়ি থেকে ভালুকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে যানবাহনে চলাচলরত হাজার হাজার যাত্রী প্রচণ্ড গরমের মাঝে চরম দুর্ভোগের শিকার হন। 

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, এসকিউ কারখানায় প্রায় ১৭ হাজার শ্রমিক কর্মরত আছেন। শ্রমিকেরা ২৯ এপ্রিল থেকে ১০ দিনের ছুটির দাবি করছিল। কিন্তু মিল কর্তৃপক্ষ ৮ দিনের বেশি ছুটি দিতে রাজি হননি। এ কারণে শ্রমিকেরা প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখে। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় অবরোধ প্রত্যাহার করে তারা। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মহাসড়ক থেকে শ্রমিকদের সরানোর জন্য ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পরে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে