হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারতের সীমানা থেকে বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতের সীমানা থেকে সারোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়। 

নিহত সারোয়ার হোসেন হালুয়াঘাট উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কে এম বেলাল হোসেন বলেন, ‘পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে গিয়ে বিএসএফের পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর রাত ৯টার দিকে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। মরদেহ হালুয়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।’ 

গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, ‘বেলা ৩টার দিকে স্থানীয়রা জানান, পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে অর্ধেক বালুচাপা দেওয়া অবস্থায় একজনের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হওয়ার পর পুলিশ ও বিজিবিকে জানায়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহ গাড়িতে তোলার সময় দেখেছি গলা কাটা ছিল।’

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা