হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভারতের সীমানা থেকে বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতের সীমানা থেকে সারোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর করা হয়। 

নিহত সারোয়ার হোসেন হালুয়াঘাট উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

কড়াইতলী বিজিবি ক্যাম্পের সুবেদার কে এম বেলাল হোসেন বলেন, ‘পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে গিয়ে বিএসএফের পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকের পর রাত ৯টার দিকে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। মরদেহ হালুয়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।’ 

গোবড়াকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, ‘বেলা ৩টার দিকে স্থানীয়রা জানান, পূর্ব গোবড়াকুড়া ভারতের সীমান্তের ভেতরে অর্ধেক বালুচাপা দেওয়া অবস্থায় একজনের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হওয়ার পর পুলিশ ও বিজিবিকে জানায়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। মরদেহ গাড়িতে তোলার সময় দেখেছি গলা কাটা ছিল।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে