হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে (২৭ জুন) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাতেই প্রাথমিক তদন্ত শেষে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. হুমায়ূন (৩০) ও সহযোগী মো. কাউসার মিয়াকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তার হুমায়ূন উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের প্রয়াত খোকন মিয়ার ছেলে এবং কাউসার মিয়া কড়ইকান্দি গ্রামের সুলতান মিয়ার ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে জাটিয়া ইউনিয়নের কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সামনে যেতেই ওই ছাত্রীকে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নিয়ে যান কাউসার মিয়া। ইজিবাইকটি মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে পৌঁছালে হুমায়ূন ইজিবাইকে ওঠেন এবং উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর চৌরাস্তা বাজারের (চমকিয়া বাজার) পাশে স্থানীয় নূরুল আলমের দোকানঘরের ভেতরে নিয়ে কাউসার ও হুমায়ূন ভাতিজিকে পালাক্রমে ধর্ষণ করেন। একই দিন বিকেলেও পালাক্রমে ধর্ষণের পর অজ্ঞাত একটি ইজিবাইকে তুলে ভুক্তভোগীকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘গত শুক্রবার রাতে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই প্রাথমিক তদন্ত শেষ করে মামলাটি রেকর্ড করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ূন ও কাউসার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে দুজনকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা