হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে (২৭ জুন) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাতেই প্রাথমিক তদন্ত শেষে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. হুমায়ূন (৩০) ও সহযোগী মো. কাউসার মিয়াকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তার হুমায়ূন উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের প্রয়াত খোকন মিয়ার ছেলে এবং কাউসার মিয়া কড়ইকান্দি গ্রামের সুলতান মিয়ার ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে ৯টার দিকে জাটিয়া ইউনিয়নের কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সামনে যেতেই ওই ছাত্রীকে ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নিয়ে যান কাউসার মিয়া। ইজিবাইকটি মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে পৌঁছালে হুমায়ূন ইজিবাইকে ওঠেন এবং উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর চৌরাস্তা বাজারের (চমকিয়া বাজার) পাশে স্থানীয় নূরুল আলমের দোকানঘরের ভেতরে নিয়ে কাউসার ও হুমায়ূন ভাতিজিকে পালাক্রমে ধর্ষণ করেন। একই দিন বিকেলেও পালাক্রমে ধর্ষণের পর অজ্ঞাত একটি ইজিবাইকে তুলে ভুক্তভোগীকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘গত শুক্রবার রাতে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই প্রাথমিক তদন্ত শেষ করে মামলাটি রেকর্ড করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ূন ও কাউসার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে দুজনকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।’

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন