হোম > সারা দেশ > নেত্রকোণা

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় নেত্রকোনার দুর্গাপুরে চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার বেলা ১২টার দিকে দুর্গাপুর শহরের মেছুয়া বাজারে পেঁয়াজের বাজার তদারকি করে ভোক্তা অধিকার।

এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা সঠিক ভাবে সংরক্ষণ না করা, ও পণ্য ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক ওসমান গনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুর্গাপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও দুর্গাপুর থানা-পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। 

জেলা ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির খবরে বাজার তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার। রোববার দুর্গাপুরে শহরের মেছুয়া বাজারে তদারকিকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির জন্য মেসার্স দুলাল চন্দ্র পালকে পাঁচ হাজার, মেসার্স মতিন্দ্র চন্দ্র পালকে পাঁচ হাজার, গোপাল পালকে দুই হাজার ও হাফিজ ভান্ডারকে চার হাজারসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাঁদের সতর্ক করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক ওসমান গনী এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা জুড়ে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে