হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদ বঞ্চিত নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় এক হাজার ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।  

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, ‘মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পূর্ণ অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।’ 

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।’ 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে। যারা পদ পাননি তাঁরাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।’ 

দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ