হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পদ বঞ্চিত নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাগাছা থানার সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এ-সময় দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দের নেতৃত্বে সমাবেশে প্রায় এক হাজার ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।  

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে বলেন, ‘মুক্তাগাছা ছাত্রলীগের কমিটি কাউকে না জানিয়ে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি সম্পূর্ণ অবৈধ ভাবে ব্যাকডেটে কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটি আমরা মানি না।’ 

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাবু বলেন, ‘কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া বিতর্কিত ও জামায়াত-বিএনপি থেকে উঠে আসা ছেলেদের দিয়ে করা হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে এ কমিটি করা হয়েছে।’ 

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘নিয়ম মেনে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দেওয়া হয়েছে। যারা পদ পাননি তাঁরাই ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য আন্দোলন করছে।’ 

দীর্ঘ সাড়ে তিন বছর পর গত পাঁচ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন অলি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও ইমামুল হক ইমনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে এ কমিটি ঘোষণার পর পরই নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা