হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৭ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কুকুরের কামড়ে শিশুসহ সাতজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দাইল পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের পাছপাড়া ও ঝালুয়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কুকুরের কামড়ে আহতরা হলো—শিশু সাউদা, মো. আশিক মিয়া, মো. সুজন মিয়া, মো. মন্নাস মিয়া, সাহেদ আলী ও ফুহাদ হাসান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে ৪-৫টি পাগলা কুকুরের দল পৌর সভার ঝালুয়া ও পাছপাড়া মহল্লার শিশুসহ ৭ ব্যক্তিকে আক্রমণ করে। কুকুরের কামড়ে শিশু সাউদার এক হাতের একটি আঙুল ভেঙে ফেলে। অন্যদের কারও পা, কারও শরীরের বিভিন্ন জায়গায় কামড়িয়ে রক্তাক্ত করে ৭ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আহাদ হাসান লিয়ন সরকার বলেন, ‘সকালের দিকে একটি কুকুরের দল যেখানে যাকে পাচ্ছে আক্রমণ করে কামড়ে আবার দৌড়ে চলে যায়। কারও হাত-পা, শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত করে দিয়েছে। পাগলা কুকুরের আক্রমণের ভয়ে আতঙ্ক আছি।’ 

এদিকে গত ১৯ মে ভোরে নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নদীর পাড়ে মসজিদে ফজরের নামাজ শেষে বের হলে পাগলা কুকুরের আক্রমণে ইজাজুল হককে (৩৬) কামড়িয়ে ক্ষতবিক্ষত করায় মারা যায়। এ ঘটনায় নান্দাইল পৌর সদরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দিন রাত থেকে আরও দুদিন স্থানীয়রা ব্যক্তিরা ১২-১৩ কুকুর নিধন করে। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পাগলা কুকুর নিধনে পৌর সভায় কোনো ভ্যাকসিন না থাকায় আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। তা ছাড়া পৌর সভার পাগলা কুকুর ধরে প্রাণী সম্পদ দপ্তরে দেব; এর কোনো জনবল নেই।’ 

নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হারুনর রশিদ জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব শুরু হলে পৌর কর্তৃপক্ষ এসব কুকুর ধরে করে প্রাণিসম্পদ কার্যালয় পৌঁছে দেয়। এ ক্ষেত্রে তাঁরা পৌর কর্তৃপক্ষকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন। এসব কুকুর প্রাণিসম্পদ কার্যালয়ে ১০ দিন পর্যবেক্ষণ করে পাগল হলে সেটি মারা যাবে। ভালো হলে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হবে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র